Site icon Jamuna Television

খালি জায়গা পেলে দালান তোলা, এক ধরণের অসুস্থতা: প্রধানমন্ত্রী

পরিকল্পনা ছাড়া খালি জায়গা পেলেই সেখানে দালান নির্মাণ না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, খালি জায়গা পেলে দালান তোলা, এটা এক ধরণের অসুস্থতা।

সকালে নিজ কার্যালয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের তথ্যাদি অবহিতকরণ সভায় একথা বলেন তিনি। আবাসিক ভবন নির্মাণের ক্ষেত্রে প্রাকৃতিক বাতাস চলাচলের ব্যবস্থা, বারান্দা, অগ্নিনির্বাপণ, খোলা জায়গা রাখাসহ বিভিন্ন বিষয়গুলোকে মাথায় রেখে সুপরিকল্পিতভাবে উন্নয়ন প্রকল্প নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একই সঙ্গে সুপরিকল্পিত ভাবে স্থাপনা নির্মাণ করতে দেশবাসীর প্রতিও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Exit mobile version