রাজধানীর উত্তরার নিজ বাসায় অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক গৃহবধূ মারা গেছেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
জানা যায়, তানিয়া ইশরাত নামের ওই গৃহবধূ দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মোহাম্মদ ইউসুফের স্ত্রী। তিনি গতকাল বুধবার রাতে নিজের গায়ে আগুন দেয়। এরপর তাকে চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
পরিবারের সদস্যরা জানান, তানিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। এরআগেও কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। গত বুধবার গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছিলেন তানিয়া।

