Site icon Jamuna Television

শিশু ধর্ষণের চেষ্টা, আটক ১

মাগুরা প্রতিনিধি:

মাগুরার মহম্মদপুরে ২য় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে উপজেলার দীঘা পূর্বপাড়া এলাকার এনামুল হক (২৫) নামে এক ফায়ারম্যানকে আটক করেছে পুলিশ।

আজ দুপুরে তাকে আটক করা হয়। আটককৃত এনামুল চট্টগ্রাম জেলার বোয়ালখালী ফায়ার স্টেশনে ফায়ারম্যান হিসেবে কর্মরত।

এনামুল একই গ্রামের হুমায়ূন ফকিরের ছেলে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক নাথ বিশ্বাস জানান, মেয়েটি বাড়িতে একা শুয়ে টিভি দেখছিল এমন সময় প্রতিবেশী যুবক এনামুল ঘরে ঢুকে প্রথমে যৌন নিপীড়ন ও পরে ধর্ষণের চেষ্টা করে মেয়েটির চিৎকার আশপাশের লোকজন এসে এনামুলকে ধরে পুলিশে দেয়।

মেয়েটিকে মাগুরা ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Exit mobile version