Site icon Jamuna Television

কাশ্মির সীমান্তে উত্তেজনা, নিহত ১ পাক সেনা

কাশ্মির সীমান্তের লাইন অব কন্ট্রোল বরাবর আবারো উত্তেজনা দেখা দিয়েছে পাকিস্তান ও ভারতীয় সেনাদের মধ্যে।

আজ বৃহস্পতিবার দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময়কালে নিহত হয়েছে এক পাক সেনা।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বরাত দিয়ে এমন খবর দিয়েছে পাক গণমাধ্যমগুলো।

পাক আইএসপিআর জানায়, সংঘর্ষ বিরতি নীতি লঙ্ঘন করে বৃহস্পতিবার কাশ্মীরের হাজী পীর সেক্টরে গুলিবর্ষণ করে ভারতীয় বাহিনী। এতে গোলাম রাসূল নামে পাক সেনাবাহিনীর একজন সিপাহী নিহত হয়েছেন।

একইসাথে ভারতীয় সেনার হামলার জবাব দিতে পাল্টা হামলা চালায় পাক সেনাসদস্যরা।

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি সরকার।

এরপর থেকেই কাশ্মির ইস্যুতে শুরু থেকেই যুদ্ধাবস্থা সৃষ্টি হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে।

Exit mobile version