Site icon Jamuna Television

পিরোজপুরে বাস উল্টে আহত ১২

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার বিকেলে বাস উল্টে রাস্তার পাশে খাদে পড়ে ২ জন পথচারীসহ ১২ জন যাত্রী আহত হয়।

প্রত্যক্ষদর্শী জানায়, পিরোজপুর থেকে ৫০ জন যাত্রী নিয়ে স্বরূপকাঠি যাবার পথে কাউখালীর জয়কুল নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মিরাজ পরিবহন নামে একটি বাস (গাড়ী নং ঢাকা মেট্রো জ -০৪০৬৯৩) রাস্তার পাশে খাদে পরে উল্টে যায়। এতে দুইজন পথচারীসহ ১০/১২ জন যাত্রী আহত হয়। এদের মধ্যে ৪ জন গুরুত্বর আহত হন ।

এরা হলেন জয়কুল গ্রামের পথচারী তৈয়ব আলী (৭৫) ও দুলাল (৫৫) এবং যাত্রী কেউন্দিয়া গ্রামের হাফসা বেগম (২৪), বানারী পাড়া নিবাসী শিল্পী রানী (২৫) । এদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। অন্যান্যদের কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে

কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, গাড়িটি পিরোজপুর থেকে স্বরূপকাঠি যাবার পথে কাউখালীর জয়কুল নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পরে উল্টে যায় । গাড়ী চালক ও হেলপার পলাতক রয়েছে। আহতদের উদ্ধার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে ।

Exit mobile version