Site icon Jamuna Television

এশিয়ায় অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৩-তম: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

দেশে গণতান্ত্রিক পরিবেশ আছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশ এখন অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী। তবে, শুধু অর্থনৈতিক নয় যুগের সাথে তাল মিলিয়ে যেন দেশ চলতে পারে তার ব্যবস্থা করছে সরকার। গেলো এক দশকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের অব্যাহত অগ্রযাত্রার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এশিয়ায় অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩-তম।

সংসদ নেতা জানান, শুধু অর্থনৈতিক নয়, প্রযুক্তির সাথেও যেন তাল মিলাতে পারে মানুষ, সে ব্যবস্থাও নিশ্চিত করছে সরকার।

প্রত্যকে আন্তরিকতার সাথে কাজ করছে বলে দেশ এগিয়ে যাচ্ছে এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক অবস্থার সুফল ভোগ করছে মানুষ।

খাদ্যে, শিল্পোন্নয়ন এবং বিদ্যুৎ উৎপাদনে অভূতপূর্ব সাফল্যে সরকারের প্রতি মানুষের আস্থা বেড়েছে জানিয়ে প্রধানমন্ত্রী সংসদ সদস্যের নিজ নিজ এলাকার উন্নয়ন প্রকল্পে নজরদারি বাড়ানোর তাগিদ দেন। পাশাপাশি, ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম বাড়ানোর জন্য সংসদ সদস্যদের তাগিদ দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Exit mobile version