Site icon Jamuna Television

সংসদে সাবেক ও বর্তমান অধিনায়কের সেলফি

নাইমুর রহমান দুর্জয় ও মাশরাফী বিন মোর্ত্তজা দু’জনই বর্তমান সংসদে ক্ষমতাসীন দলের সাংসদ। এছাড়াও তাদের আরেক পরিচয় দুজনই বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র।

নাইমুর রহমান দুর্জয় বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ-১ আসনের সাংসদ এবং মাশরাফী বাংলাদেশ দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ।

এবার এই দুই তারকার দেখা মিললো জাতীয় সংসদে সেলফিবন্দী অবস্থায়।

গতকাল বৃহস্পতিবার সংসদীয় অধিবেশনে যোগ দিয়ে মাশরাফীর সাথে সেলফি তুলে তা নিজের ফেসবুকে আপলোড করেন দুর্জয়। আর তাতে ক্যাপশন দেন ‘উইথ ম্যাশ’।

আর এসব ছবি আপলোড করার সাথে সাথেই মন্তব্যের ঘরে শুরু হয় ভক্তদের শুভেচ্ছা ও শুভকামনা জানানোর হিড়িক।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এতে মন্তব্য এসেছে ১৩২ টি ও পোস্টটি শেয়ার হয়েছে ৪২ বার।

এতে জামিল খান মজলিশ নামে এক ভক্ত মন্তব্য করেছেন ‘আওয়ার প্রাইড’, রওশন সুমন নামে একজন মন্তব্য করেছেন ‘টু লিজেন্ড’, দুর্জয় সাহা হিমু নামে একজন মন্তব্য করেছেন ‘টু লিজেন্ডারি প্লেয়ার এন্ড লিডার’

Exit mobile version