Site icon Jamuna Television

মাদক ব্যবসায়ীর পা কেটে নিয়েছে দুর্বৃত্তরা

বগুড়ায় হাবিল নামে এক মাদক ব্যবসায়ীর পা কেটে নিয়েছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা, মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। বৃহস্পতিবার রাতে শহরতলীর সাবগ্রাম চান্দুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মাদক বিক্রির সময় তার ওপর অতর্কিত হামলা হয়। একপর্যায়ে হাবিলের ডান পা হাটুর নিচ থেকে কেটে নিয়ে যায় তারা। পরে স্থানীয়রা হাবিলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হাবিলের কাটা পা উদ্ধার করেছে। হাবিলের নামে বগুড়া সদর থানায় মাদকের আটটি মামলা রয়েছে।

Exit mobile version