Site icon Jamuna Television

পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নাটোর
নাটোরের গুরুদাসপুরে পুকুরের পানিতে ডুবে আল আমিন (০৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আল আমিন উপজেলার ইদিলপুর গ্রামের ময়েজ উদ্দিনেরর ছেলে। সে মকিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে আল আমিন নিখোঁজ ছিল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর কোন সন্ধান পায়না। অবশেষে বাড়ির পাশের পুকুরে রাতে জাল ফেলে তার খোঁজ করা হয়। পরে রাত দুইটার দিকে জালে শিশুটির লাশ উঠে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাধনতাবসত পুকুরের পানিতে পড়ে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে।

Exit mobile version