
Asian Archery Championship, Ruman Shana, rtv online
এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং আর্চারি টুর্নামেন্টের স্টেজ থ্রির রিকার্ভ পুরুষ এককে সোনা জিতেছেন বাংলাদেশের রোমান সানা।
ফিলিপিন্সের ক্লার্ক সিটিতে হওয়া এই প্রতিযোগিতায় শুক্রবার সেরা হওয়ার লড়াইয়ে ৭-৩ ব্যবধানে চীনের প্রতিপক্ষ ঝেনকি শিকে হারিয়ে সোনা জিতেছেন রোমান।
এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে ১৫টি দেশের মোট ৩৮ জন আর্চার। চলতি বছর জুনে হল্যান্ডে হুন্দাই বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে সেমিতে উঠেছিলেন রোমান। আর এই সাফল্য ২০২০ টোকিও অলিম্পিকে সরাসরি তাকে জায়গা করে দেয়।
আজকের ফাইনালে প্রথম সেটে ২৮-২৮ ড্র করা রোমান দ্বিতীয় সেটে ২৯-২৬ ব্যবধানে হেরে পিছিয়ে পড়েন। তৃতীয় সেটে ২৭-২৫ ব্যবধানে জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ান র্যাঙ্কিং রাউন্ডে ৬৭১ স্কোর গড়ে দ্বিতীয় হওয়া এই আর্চার। চতুর্থ সেটে ২৮-২৫ পয়েন্টে জিতে এগিয়ে যান গত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপসে রিকার্ভ পুরুষ এককে ব্রোঞ্জ জেতা রোমান। শেষ সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২৮-২৭ পয়েন্টে জিতে সেরা হন তিনি।



Leave a reply