Site icon Jamuna Television

আবার কন্যা হওয়ায় পিতার হাতে শিশু খুন

সিরাজগঞ্জ প্রতিনিধি:
দ্বিতীয় দফায় কন্যা সন্তান হওয়ায় সিরাজগঞ্জের বেলকুচিতে পাষণ্ড পিতার হাতে এক কন্যা শিশু খুন হয়েছে। বেলকুচি পৌর এলাকার মুকন্দগাঁতী মহল্লার ৯ মাস বয়সের সুমাইয়া খাতুনের লাশ পুলিশ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে হত্যাকারী পিতা বদিউজ্জামান পলাতক রয়েছে।

বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম ও স্থানীয়রা জানান, তাঁত শ্রমিক বদিউজ্জামানের সাথে পাবনার চাটমোহরের মির্জাপুর গ্রামের সিকেন্দার আলীর মেয়ে সুন্দরী খাতুনের ৭ বছর আগে বিয়ে হয়। কয়েক বছর আগে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। এ নিয়েও তাদের সংসারে অসন্তোষ চলছিল। এরপর একটি ছেলে সন্তানের আশা করলেও গত ৯ মাস আগে তাদের সুমাইয়া নামে আরেকটি কন্যা সন্তান হয়। এ নিয়ে মাঝে মাঝেই স্ত্রীকে মারধর করতো ও শিশু সন্তানকে হত্যা করবে বলে হুমকি দিয়ে আসছিল। শুক্রবার সকালে শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যার পর বাড়ির পাশের ডোবায় ফেলে দেয় বলে অভিযোগ কন্যা শিশুটির মায়ের। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এরপর থেকেই ঘাতক পিতা পলাতক রয়েছে।

এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version