Site icon Jamuna Television

আওয়ামী লীগ নেতার স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা

নীলফামারীর সৈয়দপুর শহরের গোলাহাট এলাকায় আওয়ামী লীগ নেতার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। তাকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আড়াইটার দিকে কতিপয় দুর্বৃত্ত আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর হিটলার চৌধুরী ভুলুর বাড়িতে প্রবেশ করে তার স্ত্রী সুরভী ইসলাম চৌধুরী পপিকে গলা কেটে হত্যার চেষ্টা করে। এ সময় তার পাশে শুয়ে থাকা কিশোরী মেয়ে টের পেয়ে চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পপিকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে রেফার্ড করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

এ পর্যন্ত কোন অভিযোগ পাওয়া না গেলেও তদন্ত শুরু করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে বিভিন্নজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান পুলিশ।

Exit mobile version