Site icon Jamuna Television

নন্দন পার্কের রিসোর্টে অসামাজিক কাজ, কর্মকর্তাসহ ৩ জুটি আটক

আশুলিয়ার নন্দন পার্কের রিসোর্টে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন পার্ক কর্মকর্তাও রয়েছে।

শুক্রবার দুপুরে কালিয়াকৈর থানা ও গাজীপুর জেলা ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমঙ্গীর হোসেন মজুমদার জানান, অসামজিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তিন নারী ও তিন পুরুষকে আটক করা হয়।

এসময় আটক করা হয় নন্দন পার্কে রিসোর্টের এক ব্যবস্থাপককেও। দীঘ দিন যাবত পার্ক কর্তৃপক্ষ রিসোর্টটিতে অসামাজিক কাজের ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Exit mobile version