Site icon Jamuna Television

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ম্যাচ হবে ১৮ ওভারের

হোম অব ক্রিকেট মিরপুর স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ শুরু হতে বিলম্ব হচ্ছে। সারাদিন থেমে থেমে বৃষ্টি হয়েছে। এর ফলে স্টেডিয়ামের আউটফিল্ড ভেজা থাকায় বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচটি শুরু হতে হয়।

সন্ধ্যা ছয়টায় টস হওয়ার কথা থাকলেও তা হয়নি।

সর্বশেষ ম্যাচটি কার্টেল ওভারের হবে বলে জানানো হয়েছে। বুধবার রাত ৮টায় শুরু হতে যাওয়া ম্যাচটির টসে জিতে বাংলাদেশ আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। ১৮ ওভারের ম্যাচ হবে এটি।

বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ পরাজয় ও আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট হারের পর বিধ্বস্ত অবস্থায় স্বাগতিক বাংলাদেশ। তেমনি দুঃসময় পাড়ি দিচ্ছে জিম্বাবুয়ে।

দেশটির ক্রিকেট বোর্ড রাজনৈতিক হস্তক্ষেপের কারণে আইসিসি কর্তৃক নিষিদ্ধ হয়েছে। সবমিলিয়ে ত্রিদেশীয় সিরিজটি দুই দলের জন্যই দুঃস্মৃতি ভোলার উপলক্ষ।

Exit mobile version