Site icon Jamuna Television

জিম্বাবুয়ের টপ অর্ডার ধসিয়ে দিয়েছে টাইগাররা

ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং ধসে পড়েছে জিম্বাবুয়ে। ৬৩ রানে তাদের ৫ উইকেট তুলে নিয়েছে টাইগাররা।

বাজে আবহাওয়ার জন্য নির্ধারিত সময়ের চেয়ে দেড় ঘণ্টা দেরিতে শুরু হয়েছে খেলা। ম্যাচের দৈর্ঘ্যও কমিয়ে আনা হয় ১৮ ওভারে। আগে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দিয়েছেন টো-টোয়েন্টিতে অভিষিক্ত স্পিনার তাইজুল ইসলাম। সাদা পোশাকের নিয়মিত খেলোয়াড় তাইজুল যেন প্রথম বলেই তার কার্যকারিতা প্রমাণের চেষ্টা করলেন। জিম্বাবুয়ের ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে আসেন তাইজুল। প্রথম বলেই জিম্বাবুয়ের ওপেনার ব্রেন্ডন টেলরকে মাহমুদউল্লাহর ক্যাচে পরিণত করেন বাঁ হাতি এ স্পিনার।

সপ্তম ওভারে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানে তুলে মারতে গিয়ে ক্যাচ দেন আরভিন (১১)। মোহাম্মদ সাইফউদ্দিনের করা পরের ওভারেই হ্যামিল্টন মাসাকাদজাকে দুর্দান্ত ক্যাচে পরিণত করেন সাব্বির রহমান। মিড অফে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটি নেন সাব্বির। ২৬ বলে ৩৪ রান করে ফিরেছেন জিম্বাবুয়ে অধিনায়ক। নবম ওভারে (৮.১ ওভার) মোসাদ্দেক হোসেনের করা প্রথম বলেই ফিরতি ক্যাচ দিয়ে ফিরে যান শন উইলিয়ামস। দশম ওভারে অযথা দৌড় দিয়ে সাকিব–মোস্তাফিজের যৌথ প্রযোজনায় রান আউট হন টিমিচেন মারুমা।

২০১৯ সালে এটাই বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হারের লজ্জা থেকে ঘুরে দাঁড়াতে এই সিরিজ জয়ের বিকল্প নেই সাকিব বাহিনীর সামনে।

Exit mobile version