Site icon Jamuna Television

সাকিবের ১ ওভারে ৩০ রান!

জিম্বাবুয়ের বিপক্ষে চরম বাজে বোলিং করেছেন অধিনায়ক সাকিব আল হাসান। ইনিংসের ১৬-তম ওভারে বিশ্বসেরা এ অলরাউন্ডারের বলে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান রায়ান বার্ল। তার বলে একের পর এক বাউন্ডারি হাঁকান রায়ান। তিন ছক্কা ও তিনটি চার হাঁকিয়ে ৩০ রান আদায় করে নেন।

অথচ, ৬৩ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে যায় জিম্বাবুয়ে। তাদের খেলায় ফিরে আসতে সাহায্য করেছে সাকিবের সেই ওভার। এই ওভারেই ফিফটি তুলে নেন বার্ল। ক্যারিয়ারের নবম টি-টোয়েন্টি ম্যাচে এটি তার প্রথম ফিফটি। পাশাপাশি, ভালোভাবেই ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে।

কার্টল ওভারের (১৮) ম্যাচে ৪ ওভারে ১২.২৫ ইকোনোমি রাটে ৪৯ রান দিয়েছেন সাকিব। পাননি একটি উইকেটও।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পূর্ব নির্ধারিত সময় অনুসারে সন্ধ্যা সাড়ে ৬টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা পর খেলা শুরু হয়। বিলম্বে খেলা শুরু হওয়ায় ২০ ওভারের পরিবর্তে খেলা নির্ধারিত হয় ১৮ ওভারে। তাতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

Exit mobile version