Site icon Jamuna Television

জয়পুরহাটে ট্রেনে কেটে বৃদ্ধের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনের পাশ থেকে জিতেন্দ্রনাথ (৭৫) নামে ট্রেনে কাটা পড়া এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

নিহত বৃদ্ধ সে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার তাজপুর গ্রামের মৃত. গেনা মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত রাত ১ টা ৪৫ মিনিটের সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি তিলকপুর রেল ষ্টেশন অতিক্রম হওয়ার সময় ওই বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে মারা যায়। শনিবার সকালে নিহতের পরিবারের লোকজন এসে লাশ বাড়িতে নিয়ে যায়।

আক্কেলপুর রেল ষ্টেশনের ভারপ্রাপ্ত ষ্টেশন মাষ্টার রুহুল আমিন বলেন, তিলকপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ’র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version