Site icon Jamuna Television

সেই নারীর চিকিৎসার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

নেত্রকোণার খালিয়াজুরিতে অপারেশনের নামে হাতুড়ে ডাক্তার যে নারীর অর্ধেক স্তন কেটে ফেলেছিল সেই শেফালী আক্তারের চিকিৎসার দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন।

আজ দুপুরে জেলা প্রশাসক মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হবে।

এজন্য যথাযথ ব্যবস্থা নিতে খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলামকে নির্দেশ দেয়া হয়েছে।

গতকাল হাতুড়ে ডাক্তার মানিকের কথিত অস্ত্রোপচার নিয়ে রিপোর্ট প্রচার করে যমুনা টেলিভিশন। এতে উঠে আসে ব্রেস্ট টিউমারের নামে অর্ধেক স্তন কেটে ফেলার মতো আঁতকে ওঠার ঘটনা।

Exit mobile version