Site icon Jamuna Television

তেলের দাম বেড়ে দুই বছরের মধ্যে সর্বোচ্চ

২০১৫ সালের মাঝামাঝি থেকে গত দুই বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তেলের দাম। আন্তর্জাতিক বাজারে আজ মঙ্গলবার অশোধিত তেল বিক্রি হচ্ছে ব্যারেলপ্রতি ৬৫ ডলারে।

একদিনের ব্যবধানে প্রায় ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। হঠাৎ এই বৃদ্ধির জন্য প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে উত্তর সাগরের ফর্টিস পাইপলাইনে সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে। রুটিন চেকআপের সময় সম্প্রতি পাইপলাইনে ত্রুটি ধরা পড়ায় এটি বন্ধ করে দেয়া হয়।

ফর্টিস পাইপলাইন পরিচালনা করা প্রতিষ্ঠান ইনেওস এক বিবৃতিতে জানিয়েছে, বন্ধ না করে সংস্কার কাজ চালানোর চেষ্টা করে তারা ব্যর্থ হওয়ায় লাইনটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে আশপাশের এলাকার বাসিন্দাদেরকে অস্থায়ী আবাসনে সরিয়ে নেয়া হয়েছে।

যুক্তরাজ্যে ব্যবহৃত ৪০ শতাংশ জ্বালানি সরবরাহকারী লাইনটি আগামী কয়েক সপ্তাহ বন্ধ থাকবে। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই বাজার দর বাড়তে থাকে।

তবে এই বৃদ্ধি গত কিছুদিন ধরে স্বল্পমাত্রায় হলেও ধারাবাহিক আছে। সম্প্রতি তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেক এর সিদ্ধান্ত মোতাবেক উৎপাদন কমিয়ে দেয়ায় নিয়মিত বিরতিতেই দাম বাড়ছিলো।

Exit mobile version