Site icon Jamuna Television

‘পুলিশ নিষ্ঠার সাথে কাজ করছে বলে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূল করা সম্ভব হচ্ছে’

পুলিশ বাহিনী নিষ্ঠার সাথে কাজ করছে বলে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূল করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার দুপুরে, রাজশাহীর সারদায় ৩৬তম বিসিএস সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী নির্দেশনা দেন মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে।

অনষ্ঠানে জনগণের নিরাপত্তা দেয়া পুলিশের দায়িত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ যাতে সর্বোচ্চ সেবা পায় সেলক্ষে যথেষ্ট সংখ্যক পুলিশ নিয়োগ দেয়া হয়েছে। উন্নত প্রশিক্ষণের ব্যবস্থাসহ বাড়ানো হয়েছে বেতন ভাতাও।

এরআগে সকালে, একাডেমির প্যারেড গ্রাউন্ডে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপণী কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি। বিভিন্ন ডিসিপ্লিনে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষানবিশদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী।

Exit mobile version