Site icon Jamuna Television

মোদিকে সাপ উপহারের হুমকি দেয়া সেই পাক অভিনেত্রী গ্রেফতার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষধর সাপ উপহার দেওয়ার হুমকি দেয়া সেই পাক অভিনেত্রী রবি পীরজাদা গ্রেফতার হয়েছেন। বন্যপ্রাণ সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

পাইথন এবং আরও নানা সরীসৃপ প্রাণীকে পোষ্য হিসেবে রাখার অভিযোগ উঠে রবি পীরজাদার বিরুদ্ধে মূলত। এই পাইথন-সহ বাকি সরীসৃপ প্রাণীগুলিকে নিজের বিউটি পার্লারে রাখতেন রবি।

চলতি মাসেরই শুরুর দিকে মোদিকে বিষধর সাপ পাঠানোর হুমকি দিয়েছিল এই পাক অভিনেত্রী। অভিনেত্রীর ওই হুমকি ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রীকে সরাসরি হুমকি দেওয়ার বিষয় নিয়ে নেটদুনিয়ায় বেজায় উত্তেজনাও ছড়িয়েছিল।

Exit mobile version