Site icon Jamuna Television

কঙ্গোতে নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু

কঙ্গোয় নৌকাডুবীতে কমপক্ষে ৩৪ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। রোববারের দুর্ঘটনায় ৭৬ আরোহীকে উদ্ধার করা গেছে।

রাজধানী কিনসাশা থেকে মাই দোম্বে প্রদেশে যাচ্ছিলো নৌযানটি। পথেই পড়ে দুর্ঘটনায়।

তবে বেশিরভাগ আরোহী লাইফ জ্যাকেট পরে থাকায় বিপুল প্রাণহানি এড়ানো গেছে। নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি অভিযান।

দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারণ ক্ষমতার তুলনায় অতিরিক্ত যাত্রী বহন করছিলো নৌযানটি। আফ্রিকার দেশ কঙ্গোয় সড়ক ও যাতায়াত ব্যবস্থা খুব দুর্বল।

সূত্র: এএফপি।

Exit mobile version