Site icon Jamuna Television

আলেপ্পোতে গাড়িবোমা বিস্ফোরণে ১২ জনের প্রাণহানি

সিরিয়ার আলেপ্পোতে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার তুরস্ক বর্ডারের কাছে কোবানবে শহরে চালানো এ হামলায় আহত হয়েছে অনেকে।

স্থানীয় প্রশাসন বলছে, তুরস্ক সীমান্ত থেকে ১০ কিলোমিটার দূরে একটি হাসপাতালের সামনে কার পার্কিংয়ে এ হামলা চালানো হয়। এখনও এ হামলার দায় স্বীকার করেনি কোন গোষ্ঠি।

২০১১ সাল থেকে সরকার বাহিনীর সাথে সংঘাত চলছে দেশটিতে বিদ্রোহী এবং জঙ্গি গোষ্ঠীর। এতে দেশটির বিভিন্ন রাজ্য থেকে বাস্তচ্যুত হয়েছে ৬০ লাখের বেশি মানুষ। বিশেষ করে জঙ্গি দমনের নামে বিমান হামলা চালিয়ে আসছে রাশিয়া এবং তুরস্ক।

Exit mobile version