Site icon Jamuna Television

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে হার দিয়ে শুরু বাংলাদেশের

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে হার দিয়ে শুরু বাংলাদেশের

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভালো শুরুর পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। থাইল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশের নারীরা।

আক্রমণাত্বক ফুটবলে ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো বাংলাদেশ। তৃতীয় মিনিটে আনুচিং মোগিনির শর্ট গোল পোস্টের বাইরে দিয়ে যায়। আর পরের মিনিটে তহুরা খাতুনের শর্ট ফেরে গোল পোস্টে লেগে।

এরপর আস্তে আস্তে ম্যাচের নিয়ন্ত্র চলে যায় থাইল্যান্ডের কাছে।

তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। দ্বিতীয়ার্ধে আনাই মোগিনি ফাউল করলে ফ্রি কিক পায় থাইল্যান্ড। ডি বক্সের কিছুটা বাইরে থেকে প্রমথংমের নেয়া শর্ট বাংলাদেশ গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে জড়ায়। শেষ পর্যন্ত এই এক গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশের নারীদের।

Exit mobile version