Site icon Jamuna Television

ছাত্রলীগ নেতাদের ফাঁস হওয়া ফোনালাপ বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন: জয়

ছাত্রলীগ নেতাদের ফাঁস হওয়া ফোনালাপের বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়।

সকাল সাড়ে ১১টার দিকে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নতুন ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক।

পরে সাংবাদিকদের তিনি বলেন, ছাত্রলীগ কোনো ব্যক্তির কর্মকাণ্ডের জন্য দায় নেবে না। তিনি আরও বলেন, অসমাপ্ত ও মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো দিয়ে ভালো সম্মেলনের প্রস্তুতি চলছে।

Exit mobile version