Site icon Jamuna Television

উড্ডয়নের পরেই ইঞ্জিনে আগুন, দুর্ঘটনা থেকে রক্ষা পেল বিমান

বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (PIA)-র একটি বিমান।

লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০০ জন যাত্রীকে নিয়ে রবিবার উড়েছিল PK-759 বিমানটি ৷ গন্তব্য ছিল সৌদি আরবের বন্দর শহর জেদ্দা ৷ কিন্তু উড্ডয়নের কিছু সময় পরেই বিপত্তি ঘটে। বিমানের একটি ইঞ্জিনে হঠাৎই আগুন ধরে যায় ৷ পাইলট সেই অবস্থাতেই কোনওমতে বিমানটিকে জরুরি অবতরণ করতে সফল হন।

ঘটনায় কোনও যাত্রী বা বিমানকর্মী আহত হননি বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। যাত্রীদের অন্য একটি বিমানে জেদ্দা নিয়ে যাওয়া হয়। বিমানটির ইঞ্জিন পরীক্ষা করে দেখা হচ্ছে। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছেন ইঞ্জিনিয়াররা।

সূত্র: পাকিস্তান টুডে।

Exit mobile version