Site icon Jamuna Television

পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল দেড় মাসের শিশুকে

চট্টগ্রামের সার্কিট হাউসের সীমানার ভেতরে ৪৫ দিন বয়সী এক শিশুকে ফেলে রেখে গেছে কে বা কারা। শিশুটিকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, দুপুর একটার দিকে সার্কিট হাউসের পাশের ফুটপাত দিয়ে হেটে যাওয়ার সময় এক পথচারী কান্নার শব্দ শুনতে পান। বিষয়টি সার্কিট হাউসের গেইটে দায়িত্বরত পুলিশেরও নজরে আসে।

এরপর পথচারী এবং পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে। উদ্ধারের পর দ্রুত শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পুলিশ সদস্য নায়েক দেব রঞ্জন চাকমা।

শিশুটির বয়স ৪৫ দিন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৮নং ওয়ার্ডে শিশুটির চিকিৎসা চলছে।

এদিকে দুপুরে এক দম্পতি মেডিকেলে গিয়ে শিশুটির পিতামাতা দাবি করলেও তাদেরকে প্রমাণ উপস্থাপন করতে বলেছে কর্তৃপক্ষ।

Exit mobile version