Site icon Jamuna Television

অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যা মামলায় মৃত্যুদণ্ড

স্টাফ করেসপনডেন্ট, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দরে অন্তঃসত্ত্বা গৃহবূধ তাসলিমা হত্যা মামলায় নিহতের ভাসুর আমির হোসেনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালত একই সাথে আসামিকে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

আসামি আমির হোসেন বন্দর উপজেলার নবীগঞ্জ ইসলামবাগ এলাকার মৃত ফালান ব্যাপারীর ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সালাউদ্দিন সুইট জানান, আসামি আমির হোসেন স্থানীয় বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে কিস্তির টাকা পরিশোধ না করে পালিয়ে বেড়াতেন। এনজিও সংস্থাগুলোর কর্মকর্তারা তার সন্ধান পাওয়ায় আমির হোসেন এ ব্যাপারে তার ছোট ভাইয়ের স্ত্রী তাসলিমাকে সন্দেহ করেন। সেই থেকে পূর্ব শত্রুতার জের ধরে তাসলিমাকে হত্যার পরিকল্পনা করেন তিনি। ২০১৪ সালের ৩ জুলাই ভোর রাতে পাঁচ মাসের অন্ত:সত্ত্বা তাসলিমা সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হন। এসময় আগে থেকেই ওৎ পেতে থাকা ভাসুর আমির হোসেন তাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তাসলিমার মৃত্যু হয়। পরে নিহত তাসলিমার স্বামী মনির হোসেন বন্দর থানায় বাদি হয়ে বড় ভাই আমির হোসেনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ আসামি আমির হোসেনকে গ্রেফতার করলে তিনি হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দেন। দীর্ঘ পাঁচ বছর মামলা চলমান থাকার পর আদালত ১৭ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে এ রায় দেন। মামলার বাদি মনির হোসেন রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানান।

Exit mobile version