Site icon Jamuna Television

রেকর্ড ভাঙা ইনিংসে ফাইনালের নায়ক ক্রিস গেইল

ক্রিস গেইলের ব্যাটিং তাণ্ডবে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে এবারের বিপিএল চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। রংপুরের হয়ে এ আসরে নিজের ২য় সেঞ্চুরি করেছেন ক্রিস গেইল। ১৪৬ রানের মারমুখী ইনিংসে গড়েছেন বিপিএলে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড।

টানা ৩ দিন মিরপুরের হোম অব ক্রিকেটে খেলার কারণেই কিনা মাঠটাকে নিজেরই বানিয়ে নিলেন ক্রিস গেইল। ইনিংসের শুরুতে সাকিব চার্লসকে উঠিয়ে নেয়ার পর, ব্র্যান্ডন ম্যাককালামকে সাথে নিয়ে শুরু করলেন আতশবাজির ঝড়। শুরু করলেন রেকর্ড নিয়ে ছিনিমিনি খেলা। ৬৯ বলে গেইলের অপরাজিত ১৪৬ রান এবারের আসরের তো বটেই, বিপিএলের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিক এখন গেইল। এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডটাও নতুন করে নিজের নামে করে নিলেন। এলিমিনেটরে ১৪টি ছয়ের বিপরীতে ফাইনালে ১৮টি। ভাঙলেন ব্যাঙ্গালুরুর হয়ে ২০১৩ সালে মারা ১৭ ছক্কার রেকর্ড।

বিপিএল’র গোটা ৪৬ ম্যাচে যেখানে সেঞ্চুরির কোনো দেখা ছিলো না সেখানে টানা তিন ম্যাচে রাইডার্সের ৩ সেঞ্চুরি। এলিমিনেটরে সেঞ্চুরি করেছিলেন গেইল, তারপর ২য় কোয়ালিফায়ারে সেই ধারা ধরে রাখেন জনসন চার্লস। আজকে তৃতীয় সেঞ্চুরিটা উপহার দিলেন গেইল।

রেকর্ডবুকে গেইলের ব্যাট যেনো আরো চওড়া। বিশ্বের ৪র্থ ব্যাটসম্যান হিসেবে এই ম্যাচেই ১১ হাজার রানের ক্লাবে ঢোকেন এই ক্যারিবীয় লিজেন্ড। ২য় উইকেট জুটিতে ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১৫১ রান রেকর্ড গড়েছিলেন করেছিলেন চার্লস আর ম্যাককালাম। এবার সেটিকে ২০১ এ নিয়ে গেলেন দুই মহারথী। যা বিপিএলের ইতিহাসে যেকোনো জুটিতে সর্বোচ্চ।

এতকিছুর পর গেইল ছাড়া আর কাকে বলবেন ফাইনালের নায়ক?

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version