Site icon Jamuna Television

মালয়েশিয়ায় বাংলাদেশিকে কুপিয়ে হত্যা ৩ ইন্দোনেশিয়ান নাগরিক শনাক্ত

আহমাদুল কবির, মালয়েশিয়া
মালয়েশিয়ায় মোঃ শামীম (৩৩) নামে এক বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় সন্দেহ ভাজন ৩ ইন্দোনেশিয়ান নাগরিককে প্রাথমিকভাবে শনাক্ত করেছেন কুয়ালালামপুরের তদন্ত কর্মকর্তা।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পার্শ্ববর্তী সেগামবুট এলাকায় ১৫ সেপ্টেম্বর রবিবার সকালে একটি প্রাইভেট কারের মধ্যে রক্তাক্ত অবস্থায় নিহত বাংলাদেশি মোঃ শামীম (৩৩) এর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শামীমের মুখ, হাত ও পেটে আঘাতের চিহ্ন পাওয়া যায়।

মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলার মো: জহিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, দূতাবাস থেকে তদন্ত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। কেন এমন ঘটনা ঘটেছে, কারা জড়িত, তাদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি।

এ ঘটনার আগে ২৮ আগস্ট বুধবার আলামিন (২০) নামের এক বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

Exit mobile version