Site icon Jamuna Television

শিক্ষক বকা দেয়ায় কলেজ ছাত্রের আত্মহত্যার চেষ্টা

পরীক্ষায় ফেল করায় শিক্ষকের বকা শুনে আত্মহত্যার চেষ্টা করেছে মিরপুর বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার আলম আকাশ।

সহপাঠীরা জানায়, প্রি টেস্ট পরীক্ষায় একাধিক বিষয়ে ফেল করে আকাশ। এতে তাকে বকা দেন কলেজের রেক্টর।

সহপাঠীদের অভিযোগ, এনিয়ে তার অভিভাবকদেরকে ফোন করে অসম্মানজনক কথা বলে কর্তৃপক্ষ। ক্ষোভ আর অভিমানে কলেজ ভবনের তিনতলা থেকে লাফ দেয় আকাশ। পরে তাকে নিউরোসাইন্স হাসপাতালে নেয়া হয়।

আকাশ এখন আশঙ্কামুক্ত বলে দাবি কলেজ অধ্যক্ষের। আকাশ কেন ছাদ থেকে পড়ে গেলো তার তদন্ত চলছে বলেও জানান তিনি।

Exit mobile version