Site icon Jamuna Television

রোহিঙ্গাদের ভোটার আইডি প্রদান: নির্বাচন কমিশনের কর্মচারীসহ আটক ৩

ভোটার তালিকায় রোহিঙ্গাদের অর্ন্তভুক্ত করার সাথে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম নির্বাচন অফিসের এক কর্মচারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

নির্বাচন অফিসের কর্মকর্তা জানান, জয়নাল আবেদীন নামে এক কর্মচারীকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশে দেয়া হয়। পরে জয়নাল ফোন দিয়ে তার সহযোগী সুমাইয়া এবং বিজয়কে ডেকে আনে।

এসময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। এটি নির্বাচন অফিস থেকে হারিয়ে যাওয়া ৭টি ল্যাপটপের একটি কীনা সে ব্যাপারে নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

এ নিয়ে তদন্তও করছে দুদক। সংস্থাটির তদন্তে দেখা যায়, নির্বাচন কমিশনের হারিয়ে যাওয়া ল্যাপটপগুলো থেকে অন্তত ৩ হাজার রোহিঙ্গাকে জাতীয় পরিচয়পত্র দেয়া হয়েছে।

Exit mobile version