Site icon Jamuna Television

আজ থেকে খোলা বাজারে ‘ন্যায্যমূল্যে’ পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজের দাম। ভারত রফতানি মূল্য বাড়িয়ে দেয়ায় হু হু করে দাম বাড়ছে। সহসা কমার লক্ষণও নেই।

তবে প্রতিবেশি দেশের এমন সিদ্ধান্তের তিন দিনের মাথায় কেজিতে ২০ টাকার বেশি মূল্য বৃদ্ধিকে অস্বাভাবিক বলছেন সবাই। এক কেজি দেশি পেঁয়াজের দাম ৭০ থেকে ৭২ টাকা। আর দেশি পেঁয়াজের জন্য কেজি প্রতি গুণতে হচ্ছে ৬৫ টাকা।

পেঁয়াজের এমন মূল্য বৃদ্ধিতে দিশেহারা ক্রেতারা। এ অবস্থায় আজ থেকেই খোলা বাজারে নায্যমূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করছে রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান টিসিবি।

Exit mobile version