Site icon Jamuna Television

নতুন করে অ্যাকশনে পপি

চলচ্চিত্রের জনপ্রিয় তারকা সাদিকা পারভীন পপি সম্প্রতি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম ‘ইয়েস ম্যাডাম’।

পপি গতকাল জানান, এরইমধ্যে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। লেডি অ্যাকশন ছবি এটি। এর আগেও এ ধরনের বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছি। সে সবের ধারাবাহিকতায় আবারো এ ছবির মাধ্যমে দর্শকরা আমাকে অ্যাকশনে পাবেন।

তিনি বলেন, ছবিটি পরিচালনা করবেন রকিবুল আলম রকিব। কাহিনীটা ভালো লেগেছে। আগামী নভেম্বরের ১ তারিখ থেকে এ ছবির শুটিং শুরু হবে।

এ বিষয়ে পরিচালক রকিবুল আলম রকিব বলেন, লেডি অ্যাকশন ঘরানার এ ছবিতে আপাতত পপিকে চূড়ান্ত করা হয়েছে। এ ছবির বাকি কলাকুশলীর নাম কয়েকদিনের মধ্যে জানাবো। নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে ছবির কাজ শুরু হবে।

ছবিটি প্রযোজনা করছে টুঙ্গীপাড়া চলচ্চিত্র নামের প্রযোজনা সংস্থা। এদিকে পপি সাদেক সিদ্দিকীর ‘সাহসী যোদ্ধা’ সিনেমার কাজ শেষ করেছেন।

Exit mobile version