Site icon Jamuna Television

বাগদাদির অডিও বার্তা প্রকাশ

মিসর, সুদান, লিবিয়াসহ সারা বিশ্বেই নতুন করে তৎপরতা চালানোর ঘোষণা দিলেন, জঙ্গি গোষ্ঠী আইএস প্রধান আবু বকর আল বাগদাদি। সোমবার এক অডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি।

বিভিন্ন গণমাধ্যম বলছে, দীর্ঘদিন পর ৩০ মিনিটের একটি অডিও বার্তা প্রকাশ করেন তিনি। এতে প্রকাশ্যে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশ গুলোর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন বাগদাদি।

অডিও বার্তায় বলা হয়, ইরাক-আফগানিস্তানসহ বিশ্বে মার্কিন আগ্রাসন বন্ধে কাজ করবে আইএস। এমন অডিও বার্তা প্রকাশের কয়েক ঘণ্টা পর প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্র। এর সত্যতা যাচাইয়ে বিশ্লেষণ চলছে বলেও জানায় মার্কিন প্রশাসন।

এর আগে লিবিয়া, মিসর ও ইয়েমেনকেও আইএস রাষ্ট্রের অংশ করার ঘোষণা দেন, বাগদাদি। গেলো কয়েক বছর ধরে বাগদাদির মৃত্যুর খবর দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে এর সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

Exit mobile version