Site icon Jamuna Television

মাটি চাপা দেয়া শিশুর লাশ উদ্ধার, সৎ মা গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজের ২ দিন পর সিয়াম নামের ৭ বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময়ে শিশুটি হত্যা করে মাটি চাপা দেয়ার ঘটনায় জড়িত থাকার সন্দেহে সৎ মা ফেরদৌসিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে বাড়ির বাথরুমের কাছে মাটি চাপা দেওয়া অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশুর পিতা মিরাজ মোল্লা পেশায় একজন রিক্সা চালক ।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম জানান, রবিবার থেকে শিশু সিয়াম নিখোঁজ হয়। বাড়ির লোকেরা খোঁজাখুজির পর পুলিশকে জানায়। পরে সৎমাকে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তার তথ্যমতে মঙ্গলবার সকালে মাটি চাপা দেয়া শিশু সিয়ামের মৃহদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিকভাবে ধারনা, শিশু সিয়ামকে হত্যার পর লাশ গুম করতে মাটি চাপা দেয়া হয়েছে।

Exit mobile version