Site icon Jamuna Television

টাকা দেয়ার বিষয়টি প্রমাণিত হলে জাবি ভিসির বিরুদ্ধে ব্যবস্থা: ওবায়দুল কাদের

অপরাধ করে কেউ ছাড় পাবে না, নেয়া হবে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা। জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও জানান, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী।

দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, গোয়েন্দা সংস্থাগুলোকে রিপোর্ট দিতে বলা হয়েছে। অপরাধী যত শক্তিশালীই হোক প্রমাণ পেলে দল থেকে বহিষ্কার করা হবে। ছাত্রলীগের দুই নেতার পদ হারানোর ঘটনার মাধ্যমে প্রধানমন্ত্রী পথ দেখিয়ে দিয়েছেন। এখন সহযোগী সংগঠনগুলোর উচিত সেই পথেই নিজেদের শুদ্ধি অভিযান চালানো। ছাত্রলীগ নেতাদের টাকা দেয়ার বিষয়টি প্রমাণিত হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওবায়দুল কাদের।

Exit mobile version