Site icon Jamuna Television

নলডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, নাটোর
নাটোরের নলডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৈয়দ আলী (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সড়কুতিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সৈয়দ আলী একই গ্রামের মৃত আজগর আলীর ছেলে ছিলেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান জানান, নিজ বাড়ির পাশে বাঁশ কাটতে যায় সৈয়দ আলী। কাটার এক পর্যায়ে বাঁশ পাশে থাকা বিদ্যুতের তারে গিয়ে পড়ে। সাথে সাথেই হয়ে ঘটনাস্থলেই সৈয়দ আলী মারা যান। পরে পরিবারের সদস্যরা তার মরহেটি উদ্ধার করে।

Exit mobile version