Site icon Jamuna Television

নোয়াখালী জেনারেল হাসপাতালে ৬ দালাল আটক

নোয়াখালী প্রতিনিধি
২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ৬ দালালকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রোকনুজ্জামান এ অভিযান পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, নূর শেখ রহমান বিজয় (২৭), জহিরুল ইসলাম ফরহাদ (২৯), মনোয়ার হোসেন (৩৭), কামাল উদ্দিন স্বপন (২৮), আবুল কাশেম (৪০) ও ইমরান হোসেন (২২)।

সুধারাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, দণ্ডপ্রাপ্ত দালালরা বিভিন্ন স্থান থেকে হাসপাতালে আসা রোগীদের প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা নিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়াসহ বিভিন্নভাবে হয়রানি করে আসছিলো। দণ্ডপ্রাপ্ত ৬ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version