Site icon Jamuna Television

ভেড়ামারায় ডেঙ্গুতে ৫ম শ্রেণির ছাত্রীর মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নবগঙ্গা গ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ম শ্রেণি পড়ুয়া যুথিমালা (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বিকেল ৪ টার দিকে তার মৃত্যু হয়। যুথিমালা নবগাঙ্গা গ্রামের জয়নাল আলীর মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, যুথিমালা জ্বরে আক্রান্ত হলে তার পরিবারের সদস্যরা তাকে গত ১৩ তারিখে পরীক্ষা নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে কুষ্টিয়া জেনারেল ভর্তি করে। জেনারেল হাসপাতালে ভর্তিও পর চিকিৎসা শেষ না করে তার পরিবারের সদস্যরা তাকে বাড়ি নিয়ে যায়। আজ দুপুরে তার অবস্থার অবনতি হলে আজ দুপুরে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে রেফার্ড করলে। রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Exit mobile version