Site icon Jamuna Television

একনেকে ৮ হাজার ৯৬৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন

ভারত থেকে আবারও বিদ্যুৎ আমদানির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। ভারতের ঝাড়খণ্ড দিয়ে বিদ্যুৎ আমদানির জন্য ২৮ কিলোমিটার ৪০০ কেভি ডাবল সার্কিট সঞ্চালনলাইন নির্মাণ করবে সরকার। এর জন্য ব্যয় হবে ২২৫ কোটি টাকা। সকালে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক সভায়, এই ব্যয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, মোট আটটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এতে ব্যয় হবে আট হাজার ৯৬৮ কোটি টাকা। প্রকল্পের পণ্য ও সেবা সংগ্রহে সতর্ক থাকার অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় চলতি অর্থবছরের দুই মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচী, এডিপি বাস্তবায়নের চিত্র তুলে ধরা হয়। আগস্ট পর্যন্ত এডিপি বাস্তবায়নের হার ৪ দশমিক ৪৮ শতাংশ, যা গেল অর্থবছরের একই সময়ের চেয়ে বেশি।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ভারতের ঝাড়খণ্ড থেকে বাংলাদেশের কুষ্টিয়া, দক্ষিণ কুমিল্লা এবং চাঁপাইনবাবগঞ্জ এই তিন অঞ্চল দিয়ে আনা হবে বিদ্যুৎ। আমদানি হবে ২ হাজার ৯৯৬ মেগাওয়াট, যা জাতীয় গ্রিডে যুক্ত হবে।

Exit mobile version