Site icon Jamuna Television

মাথা মুড়িয়ে অভিনব প্রতিবাদ

সরকারের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ এবার জনসম্মুখে নিজেদের মাথা মুড়িয়ে ক্ষোভ দেখাচ্ছেন দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্যরা। খবর বিবিসি’র।

সোমবার সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্সিয়াল প্যালেসের সামনে সমর্থক ও সাংবাদিকদের সামনে এভাবেই মাথা মুড়িয়ে প্রতিবাদ করেন হুয়ান কেও আন নামে এক সংসদ সদস্য।

দেশটির নতুন বিচারিক মন্ত্রী চু কুক এর বিরুদ্ধে এ আন্দোলনে নেমেছেন তারা। তাদের দাবি চু কুকের পরিবার দুর্নীতির সাথে জড়িত ফলে তার এই পদে থাকার কোন যোগ্যতা নেই।

গত সপ্তাহে দেশটির দুজন মহিলা সংসদ সদস্যও একই দাবিতে তাদের মাথা মুড়িয়ে ফেলেন।

তারা তিনজনই বর্তমানে প্রেসিডেন্ট মুন জি ইন এর সরকারে বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছেন। এবং বিচারিক মন্ত্রী চু কুক এর অপসারণ চায়।

চু ‍কুকের পরিবারের বিরুদ্ধে একাডেমিক জালিয়াতি ও আর্থিক কেলেঙ্কারীর অভিযোগ থাকা সত্ত্বেও তাকে বিচারিক মন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে বলে অভিযোগ করছেন প্রতিবাদকারী সংসদ সদস্যরা।

উল্লেখ্য, মাথা মুড়িয়ে প্রতিবাদ করার এই সংস্কৃতি কোরিয়াতে বহু আগে থেকেই চালু ছিল। মূলত কনফুসিয়ান ঐতিহ্য থেকে এ প্রতিবাদের ধারণাটি নেয়া হয়।

Exit mobile version