Site icon Jamuna Television

টঙ্গীতে দুই প্রবাসী হত্যার ঘটনায় মামলা দায়ের, আটক ১

টঙ্গীর দত্তপাড়ায় গতকাল দুই প্রবাসী চাচাতো ভাই হত্যার ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।

গতকাল রাতে টঙ্গী থানায় নিহতের স্বজনরা এই মামলা করে। এদিকে, রাতেই ঘটনার সাথে জড়িত সন্দেহে সোলেমান নামে নিহতদের এক বন্ধুকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দত্তপাড়া এলাকায় বাসার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন প্রবাসী দুই ভাই আক্তার হোসেন ও আশিকুর রহমান। এসময় দুর্বৃত্তরা তাদেরকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা আহত দু’জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত আক্তার হোসেন এক বছর আগে দুবাই থেকে এবং আশিকুর রহমান ৬ মাস আগে ইতালি থেকে বাংলাদেশে আসেন। হত্যার কারণ এখনও জানা যায়নি। লাশ থানা থেকে মর্গে নেয়ার প্রস্তুতি চলছে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version