Site icon Jamuna Television

১০৯টি পরোয়ানা নিয়ে ৫ বছর আত্মগোপনে!

মাথার উপর ১০৯টি মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে আত্মগোপনে ছিলেন দীর্ঘ ৫ বছর। অবশেষে আর শেষ রক্ষা হলো না। আজ বুধবার কক্সবাজারে সিআইডির হাতে গ্রেফতার হন প্রতারক ইব্রাহিম। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় ১০৯টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

পুলিশ জানায়, গত ২০১৪/২০১৫ সাল হইতে আসামি রাজশাহীর গোদাগাড়ীতে মিতা বিক্স, এমএসবি, বিবিএফ নামক ব্রিক ফিল্ডে ইট উৎপাদন শেষে লভ্যাংশ দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে এবং উচ্চ হারে সুদ দেওয়ার প্রতিশ্রুতিতে গোদাগাড়ীসহ রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকার শত শত নিরীহ লোকজনকে অর্থ বিনিয়োগ করার লোভ দেখায় এবং বিনিয়োগকৃত আনুমানিক ১০০ কোটি টাকা হাতিয়ে নিয়ে গোদাগাড়ী এলাকা থেকে আত্মগোপন করে।।

মামলা সূত্রে জানা যায়, এই মামলার বাদী মো: শহীদুল ইসলাম ও অন্যানদের নিকট থেকেও উক্ত প্রতারক ২০১৮ সালে ইট ভাটায় বিনিয়োগের প্রলোভন দেখিয়ে ৭,৭৯,৪৬,২০০/- টাকা আত্মসাৎ করেছে।

Exit mobile version