Site icon Jamuna Television

ত্রিদেশীয় সিরিজ: বাংলাদেশ দলে ৩ পরিবর্তন

চট্টগ্রামে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ৩য় ম্যাচে টাইগার টিমে এসেছে তিন পরিবর্তন।

এইম্যাচে অভিষেক হয়েছে নাঈম শেখ ও আমিনুল ইসলাম বিপ্লবের অন্যদিকে দলে ফিরেছেন শফিউল ইসলাম।

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে আজকের খেলাটি। এর আগে প্রথম ম্যাচে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এই জিম্বাবুয়ের বিপক্ষেই প্রায় হারতে বসা ম্যাচে তরুণ আফিফের অবিশ্বাস্য ব্যাটিংয়ে জয় পেয়েছিল বাংলাদেশ।

তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১৯৮ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ২৫ রানে হেরে যায় বাংলাদেশ। আজ জিম্বাবুয়ের বিপক্ষে জয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করতে মরিয়া সাকিব আল হাসানের দল। এজন্য দলে বড় ধরনের পরিবর্তনও এনেছে বাংলাদেশ।

Exit mobile version