মানিকগঞ্জে স্কুল মাঠের জঙ্গল পরিস্কার করার সময় শতাধিক ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, বুধবার সকালে সাটুরিয়া উপজেলার দরগ্রাম বহুমুখি উচ্চ বিদ্যালয়ের নিয়মিত সমাবেশ শেষে শিক্ষার্থীদের দিয়ে স্কুলের মাঠের জঙ্গল পরিস্কার করানো হয়। প্রচণ্ড রোদের মধ্যে এই কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন শতাধিক ছাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে নিয়ে যান।
চিকিৎসকরা জানান, প্রচণ্ড গরমের মধ্যে কাজ করতে গিয়ে ছাত্রীরা হিট স্ট্রোকে অসুস্থ হয়ে পড়েন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। সবার অবস্থাই আশংকামুক্ত।
এ ঘটনায় বিক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী বিক্ষোভ করে। পুলিশ ও উপজেলা প্রশাসন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করে।

