Site icon Jamuna Television

হিন্দি রাষ্ট্রভাষা প্রশ্নে অমিত শাহ’র সুর বদল

ভারতের রাষ্ট্রভাষা হিন্দি হওয়া উচিত এমন মন্তব্য করার পর দেশজুড়ে ব্যাপক সমালোচনার পর এবার সুর পাল্টালেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি’র সভাপতি অমিত শাহ।

নিজের টুইটার অ্যাকাউন্টে ‘এক দেশ এক ভাষা’ এমন টুইট করে তিনি হিন্দির পক্ষে জনমত গড়ে তোলার চেষ্টা করেন।

তবে তার এমন মন্তব্য নিয়ে খোদ তার দল বিজেপি’র মধ্যেই পড়েছেন তুমুল সমালোচনায়। আর এরই প্রেক্ষিতে এবার তিনি তার আগের সুর পাল্টে বলেন হিন্দিকে মোটেই জাতীয় ভাষা করার কথা বলেননি তিনি। বরং নিজেদের মাতৃভাষার পর সবার হিন্দি শেখা উচিত বলে বলতে চেয়েছেন। একইসাথে বিরোধীরা তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছে বলেও তিনি দাবি করেন।

Exit mobile version