Site icon Jamuna Television

ছন্দে ফিরেই ম্যাচসেরা মাহমুদউল্লাহ

অনেকদিন পর ফিফটির দেখা পেলো মাহমুদউল্লাহ রিয়াদ। আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে ৪৪ রান করে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে করলেন ৬২। বিশ্বকাপটা খুব ভালো যায়নি। জুলাইয়ের শ্রীলঙ্কা সফর তো ছিল যাচ্ছেতাই।

মিরপুরে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। আজ রীতিমতো ঝড় তুললেন। ৬ বার সীমানা ছাড়িয়েছিলেন। এরমধ্যে ৫টি ছক্কা। মাহমুদউল্লাহর ভালো খেলার অর্থই ইনিংসের মাঝে কিংবা শেষ দিকের ওভার কাজে লাগিয়ে বড় স্কোর পাওয়ার নিশ্চয়তা। সেটি আজ আরো একবার দেখা গেলো জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম মাঠে।

দারুণ শুরুর পর ৬৫ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশকে বড় স্কোর এনে দিয়েছে মাহমুদউল্লাহর ৬২ রানের ইনিংসটা। চতুর্থ উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে তাঁর ৫৫ বলে ৭৮ রানের জুটিই মূলত জয়ের মতো সংগ্রহ এনে দিয়েছে টাইগারদের। স্ট্রাইক রেটও ছিল সময়োপযোগী- ১৫১.২১। টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ ফিফটি করা ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে তার হাতে।

Exit mobile version