Site icon Jamuna Television

আগামী নির্বাচনে জয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান শেখ হাসিনার

আগামী নির্বাচনে জয়ের লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে সবাইকে কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার, প্যারিসে প্রবাসী নেতাকর্মীদের দেয়া সংবর্ধনায় এ আহ্বান জানান তিনি।

জলবায়ু বিষয়ক ওয়ান প্ল্যানেট সামিট উপলক্ষে তিনদিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে স্থানীয় সময় সন্ধ্যায় ফ্রান্স প্রবাসীদের দেওয়া সংবর্ধনায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। সংবর্ধনা অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন তিনি। বলেন, রোহিঙ্গা সংকট মোকাবেলায় কাজ করছে তার সরকার। সমালোচনা করেন বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াও আন্দোলনের।

অনুষ্ঠানে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন শুভেচ্ছা বক্তব্য রাখেন। সংর্বধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version