Site icon Jamuna Television

কক্সবাজারে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গাসহ ৩ জন নিহত

কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গাসহ ৩জন নিহত হয়েছে।

পুলিশ জানায়, হত্যা, অস্ত্র ও মাদক মামলার আসামি মোহাম্মদ জামিল, আসমত উল্লাহ ও রফিককে গ্রেফতার করে পুলিশ। তাদের দেয়া তথ্য অনুযায়ি ভোরে শামলাপুরে অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধারে অভিযানে যায়।

এসময় ওৎ পেতে থাকা সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। দুইপক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয় তিন আসামি। হাসপাতালে নেয়া হলে তিনজনই মারা যায়। ঘটনাস্থল থেকে ৩টি এলজি, ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

Exit mobile version